![]() করোনা ভ্যাকসিনের দুই ডোজ সম্পন্ন করেও কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এসেছে কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদারের।
মঙ্গলবার (৬ জুলাই) করোনা পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। পর দিন বুধবার সন্ধ্যায় তার করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন। ডা. ছালাম সিকদার ৭ ফেব্রুয়ারি টিকা গ্রহণের পর যথারীতি ২ মাস বিরতিতে ৮ এপ্রিল টিকার দ্বিতীয় ডোজ গ্রহণও সম্পন্ন করেছিলেন। দ্বিতীয় ডোজ গ্রহণের দুই মাস পর করোনায় আক্রান্ত হলেন তিনি। টিকা গ্রহণ করেও ডাক্তারের করোনা আক্রান্তের খবরে অনেকের মাঝেই নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার সকলের কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চেয়ে বলেন, ‘প্রথম ডোজ নিয়েছিলাম ০৭ ফেব্রুয়ারি ২১ এবং দ্বিতীয় ডোজ নিয়েছিলাম ০৮ এপ্রিল ২১ইং তারিখে। বর্তমানে শরীর ব্যথা, সামান্য জ্বর, মাথাব্যথা, প্রচণ্ড দুর্বলতা, আর নাকে কোনো গন্ধ পাচ্ছি না। দোয়া করবেন।’
|
08 July, 2021

হোমনা দুই ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা
Subscribe to:
Post Comments (Atom)
আলোর পথ সম্পর্কে
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন পোর্টাল আলোর পথ। সকলের সহযোগিতা নিয়ে দেশের মানুষের নিকট সঠিক তথ্য পৌঁছে দেয়ার লক্ষে কাজ করে যাচ্ছে আলোর পথ টিম।
Ad ase na to
ReplyDelete